ডোমারের বন্ধন জেনেটিকস্ লিঃ এর পরিচালক আনোয়ারের সাথে থাইল্যান্ডের কোম্পানীর সমঝোতা ও বানিজ্য চুক্তি স্বাক্ষর।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারের সন্তান বন্ধন জেনেটিকস্ লিঃ, বন্ধন সীড এর স্বাত্ত্বাধীকারী আনোয়ার হোসেনের সাথে থাইল্যান্ড কোম্পানীর সাথে সমঝোতা ও বানিজ্য  চুক্তি  স্বাক্ষর হয়েছে।
বাংলাদেশের স্বনামধন্য মানসম্মত বীজ উৎপাদনকারী, আমদানীকারক ও কৃষিপণ্য বাজারজাতকারী কোম্পানী বন্ধন জেনেটিকস্ লিঃ বন্ধন সীড ব্যবস্থাপনা পরিচালক  ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের  নুরল হকের ছেলে আনোয়ার হোসেন গত (১৭জুলাই) বুধবার সিঙ্গাপুরে  সুইসোটেল দ্যা স্ট্যাম্পোর্ড হোটেলে বোনানজা ( থাইল্যান্ড) কোম্পানী  লিঃ  এর মিঃ শুকরিত থেপিয়া সাথে তারা তাদের স্ব-স্ব-প্রতিষ্ঠানের পক্ষে  সমঝোতা  স্মারক ও বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেন। বন্ধন জেনেটিকস্  লিঃ দীঘদিন যাবত বাংলাদেশের বিভিন্ন এলাকায় অত্যন্ত সুনামের সাথে  ধান, ভূট্টা ও সব্জজী বীজ সারা বছর বাজার জাত করে আসছে। তাদের মধ্যে নবাব (করলা), সিনথিয়া (ঢেড়ঁস), মালিক-১, মল্লিকা-৩ (ধান), বন্ধন -৯০৯১, বরকত-৯০২০ এবং  বাহাদুর ( ভূট্টা ) বীজ  অন্যতম যা দেশের বাজারে আলোড়ন  সৃষ্টি করেছে। বোনানজা (থাইল্যান্ড) কোম্পানী  লিঃ  মানসম্মত উন্নত জাতের  বিভিন্ন সব্জী, ধান ও ভূট্টা বীজ উৎপাদন করার  পাশাপাশি  বিশ্বের  বিভিন্ন দেশে তাদের উৎপাদিত  বীজ  সরবরাহ করে তাদের মধ্যে ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল , চায়না, ইন্দোনেশিয়া ইত্যাদি।  বাংলাদেশে বন্ধন  জেনেটিকস্  লিঃ  একমাত্র বোনানজা ( থাইল্যান্ড) কোম্পানী  লিঃ  এর মানসম্মত  বীজ আমদানিকারক কোম্পানী  হিসাবে  যাত্রা শুরু করল। ত্ইা  এখন থেকে থাইল্যান্ডে উৎপাদিত মানসম্মত উন্নত জাতের  বিভিন্ন সবজী , ধান ও ভূট্টা বীজ বন্ধন জেনেটিকস্  লিঃ দেশের বাজারে সরবরাহ করবে। যা আমাদের দেশে কৃষকের  উন্নত জাতের  বীজের  চাহিদা পুরনসহ তাদের ভাগ্যন্নয়নে সহায়তা করবে বলে তারা মনে করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 1565865625168595737

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item