পার্বতীপুরে মাদক ও মাদক পাচারে ব্যবহৃত যানবাহনসহ আটক-১১

এম,এ,আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে পৃথক কয়েকটি অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য ও মাদক পাচারে ব্যবহৃত যানবাহনসহ মোট ১১জনকে আটক করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ও মডেল থানা পুলিশ। আজ সোমবার সকালে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে পার্বতীপুর রেলওয়ে জংসন এলাকা থেকে ৩জন মহিলা মাদক পাচারকারীকে মাদক সহ আটক করেছে। পার্বতীপুর রেলওয়ে থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে থানা পুলিশ পার্বতীপুর রেলওয়ে জংসন এলাকা থেকে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বৈগ্রামের নুরুল ইসলামের স্ত্রী খুকুমনি(৫০), একই জেলার নবাবগঞ্জ উপজেলার আহাম্মদ নগর গ্রামের মুকুল মিয়ার স্ত্রী মমতাজ বেগম(৪০) ও একই জেলার হাকিমপুর উপজেলার বৈগ্রামের নুর ইসলামের স্ত্রী নুরজাহান (৫৫) কে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পার্বতীপুর রেলওয়ে থানায় মাদক বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে গতকাল রোববার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার উপ-পরিদর্শক এম আর সাঈদের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার মমিনপুর ইউনিয়নের যশাই মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে রাখা ১৩০ পিস ইয়াবা, ১২০ বোতল আমাদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল, ১৬ পুরিয়া গাজা ও মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মিনি মাইক্রো বাস (ঢাকা মেট্রো ট-১১৩৪৯২) উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলো পার্বতীপুর উপজেলার যশাই এলাকার মধুপুর গ্রামের মিন্টু প্রধানের দুই ছেলে আলিফ (২৬) ও নিরব (১৯), হাবড়া ইউনিয়নের কুশলপুর গ্রামের মজনুর রহমানের ছেলে আরমান আলী (২৪) ও মৃতঃ অফিল উদ্দীনের ছেলে লিটন সরকার (৩২), রামরায়পুর ফকিরপাড়া গ্রামের  আজিজার রহমানের ছেলে রেজোয়ান সরকার (২৪), ফুলবাড়ীর উপজেলার দেবীপুর গ্রামের সামসুল সরকারের ছেলে হুমাইউন কবীর (২৭), বিরামপুর উপজেলার পটুয়াকোল এলাকার ইদ্রীস আলীর ছেলে মশিউর রহমান (৩৬), ময়মনসিংহের পোজবারী ত্রিশাল এলাকার আতিকুল ইসলামের ছেলে ইলিয়াছ আলী (৩০)।
পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেছুর রহমান মাদকসহ আটকের বিষয় নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধ মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

পুরোনো সংবাদ

নির্বাচিত 1982131849966851455

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item