অবশেষে,ইউওনো’র দৃষ্টিপড়ে,অন্ধ কানছিয়ার ভাগ্যে জুটলো সরকারি অনুদান ॥

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের বারাই বাইনাকুড়ি গ্রামের অসহায় দরিদ্র অন্ধ কানছিয়া রায় দির্ঘদিন ধরে সরকারী অনুদানের জন্য অনেকের কাছে অনুরোধ করেও যখন কোনো সহযোগিতা না পেয়ে নিরুপাই হয়ে গেছিলেন। ঠিক তখন ফুলবাড়ীর স্থানীয় সংবাদকর্মিরা বিষয়টি জানতে পেরে, অন্ধ কানছিয়া রায় পাইনি কোন সরকারী অনুদান, এমন সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হলে, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল সালাম চৌধুরীর দৃষ্টি পড়ে, অবশেষে ভাগ্যে জুটলো সরকারি অনুদান।
গত ২৩ জুলাই মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুস সালাম চৌধুরী  নিজে, কানছিয়া রায়কে লোক পাঠিয়ে বাড়ি থেকে ডেকে এনে তার প্রতিবন্ধী কার্ড করে দেন।
তিনি জানান, আরো কোন সরকারি সুযোগ সুবিধা থাকলে তার পরিবারকে সহযোগিতা করা হবে। আমার উপজেলায় এরকম কোন অসহায় লোক সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হলে তাকে উপজেলা প্রশাসন থেকে সব রকম সহযোগিতা করা হবে।সেইসাথে  ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী তার পার্শে^ দাড়িয়ে সহযোগিতা করায় জন্য বিভিন্ন মহল ও সাংবাদিক মহলের প্রশংসা করেছেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 7906543292902874906

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item