নীলফামারীতে সরকারী কারিগড়ি প্রশিক্ষণ কেন্দ্রের সুবিধা গ্রহনের আহ্বান

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৮ জুন॥ নীলফামারীতে ‘বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনেই নিরাপদ অভিবাসনের একমাত্র উপায়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. নাজীবুল ইসলাম।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সুজাউদ্দৌলা। এসময় বিশেষ অতিথির বক্তৃতা দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, নীলফামারী সরকারী কারিগড়ি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জিয়াউর রহমান, সচেতন নাগরিক কমিটির সভাপতি এসএম সফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ মঞ্জু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনিমুন আক্তার প্রমুখ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. নাজীবুল ইসলাম বলেন,‘দক্ষতা অর্জনে বাস্তব প্রশিক্ষণের বিকল্প নেই। দক্ষতা অর্জনের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতেই সরকার বিভিন্ন জেলায় কারিগড়ি প্রশিক্ষণ গড়ে তুলেছে।’ অভিবাসনে এসব কারিগড়ি প্রশিক্ষণ কেন্দ্রের সুবিধা গ্রহনের জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।সেমিনারে জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের উদ্যোক্তাসহ ৫০ জন অংশগ্রহন করেন।#

পুরোনো সংবাদ

নীলফামারী 5643987330923401431

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item