সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে গোসল করতে নেমে দুই বালকের মর্মান্তিক মৃত্যু

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ(শুক্রবার) দুপুরে শহরের অদূরে  পাটোয়ারী পাড়া চেতরা বটেরতল এলাকায় খড়খড়িয়া নদীতে এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছে সৈয়দপুর পৌরসভার এলাকার কাজীরহাট পশ্চিমপাড়া  রিকশাচালক মো. বাদলের ছেলে মো. মেরাজ (১৩) ও কাজীরহাট দক্ষিনপাড়ার আবেদ আলীর ছেলে  মো. কোবরান আলী (১১)।
 স্থানীয় ও  নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন আজ(শুক্রবার) দুপুরে শহরের উল্লিখিত এলাকার ৫/৬ জন বালক এক সঙ্গে বাড়ির অদূরের খড়খড়িয়া নদীতে গোসল করতে যায়। এর এক পর্যায়ে ওই বালকের দলে থাকা মো. মেরাজ ও মো. কোরবান নদীর পানি ঘূর্ণিপাকের মধ্যে পড়ে যায়। এ সময় তাদের আর্তচিৎকারে সঙ্গীয়রা তাদের উদ্ধার করতে গিয়ে নিজেরাও পানির ঘূর্ণিপাকের মধ্যে পড়ার উপক্রম হয়। পরবর্তীতে তারা নদী থেকে উঠে এসে আশপাশের লোকজনকে ঘটনাটি জানায়। পরে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।
 মেরাজ ও কোরবান যথাক্রমে তাদের বাড়ির পাশের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও প্রথম শ্রেণীর ছাত্র ছিল।
এভাবে একই সঙ্গে নদীতে ডুবে দুই বালকের  মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া এসে আসেন।
নিহতদের পরিবারের সদস্যদের আহাজারিতে গোটা এলাকার আকাশ বাতাস ভারি হয়ে উঠে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান পাশা নদীর পানিতে ডুবে দুই বালকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 428155549364517351

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item