হরিপুরে জনসংগঠনের মানবন্ধন
https://www.obolokon24.com/2019/05/thakurgaon_21.html
জে, ইতি,হরিপুর,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে খাস জমি সঠিক ভাবে বন্দোবস্ত ও সরকারী পরিসেবা প্রদানের জটিলতা নিরসনের লক্ষে গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলার ৬নং ভাতুরিয়া উইনিয়নের এলাকা বাসী ও জনসংগঠনের ভুক্তভোগী সদস্য গণ কাঁঠালডাঙ্গী বাজারে মূল সড়কে এক প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন করেছেন। মানবন্ধন শেষে ৬নং ভাতুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাজাহান সরকারের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারকে ৮ দফা দাবি সম্মিলিত স্মারকলিপি প্রাদান করেন। জনসংগঠনের ৬নং ভাতুরিয়া ইউনিয়ন ভূমিহীন সমন্বয় কমিটির সভাপতি কলিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভূমিহীন সমন্বয় কমিটির সভাপতি মোবারক হোসেন,সাংবাদিক জসীমউদ্দীন ইতি, সইদুল হক, ভুক্তভোগী সদস্য মোসলেমা, রমেনা, ফাতেমা প্রমুখ।