ডোমারে অসহায় নাট্যকর্মী বাসু’র জমি জবর দখল করলো ভুমিদস্যুরা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে অসহায় নাট্যকর্মী বাসুদেব রায়ের পৌত্রিক বসতভিটা জবর দখল করলো কতিপয় ভুমিদস্যু।
আদালতের আদেশ থাকা সত্তেও বাবার ভিটা বেদখল হওয়ায় বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরেও কোন ফল না পাওয়ায় চরম বিপাকে পড়েছে বাসুদেবের পরিবার। অভিযোগ সুত্রে জানা যায়, ডোমার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দোলাপাড়া গ্রামের বাসিন্দা মৃত সুজন রায়ের ছেলে ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের নাট্য সম্পাদক বাসুদেব রায়ের প্রতিবেশী শ্যাম চরণ রায়ের ছেলে গজেন চন্দ্র ও জগেশ চন্দ্র গংদের সাথে জোত জমা নিয়ে মামলা চলে আসছে। বাসুর বাবার ক্রয়কৃত ৩৩শতক জমি তারা দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছে। হটাৎকরে গজেন, জগেশ গং বাসুর জমিটি জবর দখলের চেষ্টা চালায়। এ বিষয়ে বাসুদেব রায় বাদী হয়ে জেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিট্রেট আদালতে মামলা দায়ে করে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে প্রমানের ভিত্তিতে ২০১৫ সালের ১৪ অক্টোবর আদালত বাসুর পক্ষে রায় প্রদান করেন। আদালতের আদেশ মতে তৎকালীন ডোমার থানার এএসআই আব্দুর রউফ মন্ডল নোটিশ জারির মাধ্যমে বিবাদী পক্ষকে বিষয়টি অবগত করে। মামলায় হেরে গিয়ে বিবাদীদ্বয় ক্ষিপ্ত হয়ে আদালতের আদেশ অমান্য করে শত্রুতা মূলক ওই জমিতে নোংরা আবর্জনা ফেলে পরিবেশ দূষনের চেষ্টা চালায়। এতে করে বিবাদীগণ পরিকল্পিত ভাবে ২০১৯ সালের ১৭এপ্রিল সকালে তারা তাদের দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাসুর ডিক্রিপ্রাপ্ত জমিতে জোর পূর্বক টিনের ঘড় তোলে। এ বিষয়ে বাসুর পরিবার বাঁধা নিষেধ করতে গেলে লাঠি শোঠা নিয়ে বাসুর পরিবারের উপর হামলা চালায়। নিরুপায় হয়ে বাসুদেব রায় ১৮এপ্রিল ডোমার থানায় বিবাদীগনের বিরুদ্ধে অভিযোগ নং- ৮৬১ দায়ের করে। ডোমার থানার এএসআই দিজেন্দ্র নাথ রায় ঘটনা স্থল পরিদর্শনে যান। তিনি জানান, ঘটনা স্থলে গিয়ে কাগজপত্রে দেখী গজেনের বাবা বাসুর বাবার কাছে জমি বিক্রি করেছে, এটা তারা মানতে চায়না। এমন কি, আদালতের আদেশকে অমান্য করেছে তারা। বাসুদেব রায় থানার অভিযোগ দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।       
   

পুরোনো সংবাদ

নীলফামারী 880493431610791483

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item