বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোতে আম্পায়ার থাকছেন যারা

অনলাইন ডেস্ক



আগামী ৩০ মে দ্যা ওভালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে আইসিসি বিশ্বকাপের। ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে সবগুলো দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে।
চলতি আসরে ১০ দলের মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের জন্য সকল ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছে আইসিসি। ইংল্যান্ড থেকে ৫ জন, অস্ট্রেলিয়ার ৪ জন, শ্রীলঙ্কার ২ জন এবং দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, উইন্ডিজ, ভারত ও পাকিস্তান থেকে ১ জন করে মোট ১৬ সদস্যের আম্পায়ার প্যানেল ঘোষণা করে আইসিসি।

 এছাড়াও প্রতিটি ম্যাচে আলাদা আলাদা ভাবে কোন আম্পায়ার থাকবে তাও ঘোষণা করেছে আইসিসি। শুক্রবার শুধু গ্রুপ পর্বের ম্যাচ গুলোর জন্য আম্পায়ারের নাম ঘোষণা করা হয়েছে, সেমিফাইনাল ও ফাইনালের জন্য আম্পায়ারের নাম ঘোষণা করা হবে গ্রুপ পর্বের খেলা গুলো শেষ হলে।
১৬ সদস্যের আম্পায়ার প্যানেলে যারা থাকছেন :
১৬ সদস্যের আম্পায়ারের তালিকা : আলিম দার, মারাইস ইরাসমাস, ক্রিস গ্যাফানি, ইয়ান গুল্ড, রিচার্ড ইলিংউরথ, রিচার্ড কেটেলবারা, নাইজেল লং, রুচিরা পালিয়াগুরুগে, এস রাবি, পল উইলসন, রড টাকার, মাইকেল গহ, পল রাইফেল, জো উইলসন, ব্রুস অক্সিনফোর্ড ও কুমার ধার্মাসেনা।
বাংলাদেশের ম্যাচগুলোতে আম্পায়ার থাকবেন কারা:
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা
অন ফিল্ড আম্পায়ার: জো উইলসন ও পল রেইফেল
টিভি আম্পায়ার: কুমার ধর্মসেনা
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
অন ফিল্ড আম্পায়ার: পল রেইফেল ও ব্রুস অক্সেনফোর্ড
টিভি আম্পায়ার: জো উইলসন
বাংলাদেশ বনাম ইংল্যান্ড
অন ফিল্ড আম্পায়ার: জো উইলসন ও কুমার ধর্মসেনা
টিভি আম্পায়ার : ব্রুস অক্সেনফোর্ড
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
অন ফিল্ড আম্পায়ার: রিচার্ড ইলিংওর্থ ও রিচার্ড কেটেলব্রো
টিভি আম্পায়ার: আলিম দার
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ
অন ফিল্ড আম্পায়ার: রড টাকার ও সুন্দরাম রবি
টিভি আম্পায়ার: পল উইলসন
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া
অন ফিল্ড আম্পায়ার: রিচার্ড কেটেলব্রো ও মাইকেল গফ
টিভি আম্পায়ার: রিচার্ড ইলিংওর্থ
বাংলাদেশ বনাম আফগানিস্তান
অন ফিল্ড আম্পায়ার: মাইকেল গফ ও রিচার্ড কেটেলব্রো
টিভি আম্পায়ার: আলিম দার
বাংলাদেশ বনাম ভারত
অন ফিল্ড আম্পায়ার: রুচিরা পাল্লিয়াগুরুগে ও মারাইস ইরাসমাস
টিভি আম্পায়ার: আলিম দার
বাংলাদেশ বনাম পাকিস্তান
অন ফিল্ড আম্পায়ার: মাইকেল গফ ও রিচার্ড কেটেলব্রো
টিভি আম্পায়ার: রিচার্ড ইলিংওর্থ

পুরোনো সংবাদ

খেলাধুলা 9022562542459924330

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item