শিক্ষারক্ষেত্রে আমার সর্বাত্মক সহযোগীতা থাকবে - জলঢাকার শিক্ষক সমাবেশে এমপি "রানা"
https://www.obolokon24.com/2019/04/jaldhaka_13.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ শিক্ষার মান উন্নয়নে আপনাদের সহযোগীতা চাই, মানসম্মত শিক্ষার জন্য যেখানে আমার সহযোগীতা লাগবে আমাকে বলবেন আমি সর্বাত্মক সহযোগীতা করব শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার মান উন্নয়নে এক শিক্ষক সমাবেশে কথাগুলো বলেন স্থানীয় সংসদ সদস্য ও অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল। উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলার সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরের এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আলী, রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক আব্দুল ওয়াহাব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওসমান গণি, সহকারী কমিশনার ভুমি গোলাম ফেরদৌস, উপজেলা আ'লীগের সভাপতি আনছার আলী মিন্টু, অফিসার ইনচার্জ মোস্তফিজুর রহমান, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজল কুমার সরকার প্রম্খু। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতাউল গণী ওসমানী। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন শিক্ষক নিয়োগের ব্যাপারে আমি কাজ করতে চাই । এক্ষেত্রে মেধাবী শিক্ষক নিয়োগ করা হবে। এসময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারী কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।