গাইবান্ধায় একই ট্রাকে ২০ দিনে ২জন নিহত

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ 
গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০ দিনের ব্যবধানে একই ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রীসহ ২ সাইকেল আরোহী নিহত ও অপর ছাত্রী আহত।
জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার শোভাগঞ্জ বাজারে মালবাহী ট্রাকের ধাক্কায় আজাদুল ইসলাম (২৮) নামে বাইসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত আজাদুল পার্শ্ববর্তী শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের চাঁদ মিয়ার পুত্র। নিহত আজাদুল নির্মাণ শ্রমিক হিসেবে তার কাজে যাচ্ছিলেন। তিনি সুন্দরগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের শোভাগঞ্জ বাজরের ব্রীজের পশ্চিম পাশে চৌরাস্তা মোড়ে পৌঁছিলে এর বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৮-৪৬৭৪) আজাদুলকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত আজাদুল পেশায় রাজমিস্ত্রী (নির্মাণ শ্রমিক)। এরআগে গত ২০ মার্চ সকালে একই সড়কে উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা বাজারের অদূরে শাখা মারা ব্রীজের নিকট সুমি আক্তার নামে ৯ম শ্রেণির ছাত্রী (সাইকেল আরোহী) নিহত হয়। এ সময় তার সহপাঠি শাহানাজ আক্তার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালকের বিচারের দাবীতে আন্দোলন চলমান রয়েছে।  একই ট্রাকে ২০ দিনের ব্যবধানে ২ জন নিহত ও ১ জন আহত হবার ঘটনায় অদক্ষ ট্রাক চালকের শাস্তি দাবী করছেন এলাকাবাসী।
এদিকে, নির্মাণ শ্রমিক আজাদুল ইসলাম নিহত হবার পর তার লাশ উদ্ধার পুর্বক চালকসহ ঘাতক ট্রাকটি আটক করেন থানা পুলিশ। ট্রাক চালক নুরুজ্জামান মিয়া উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের খমির উদ্দিনের পুত্র বলে জানা গেছে।
থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান ট্রাকের ধাক্কায় নির্মাণ শ্রমিক আজাদুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুরোনো সংবাদ

নির্বাচিত 6295714915571872474

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item