ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত

জসিম উদ্দীন ইতি,হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার  ডাবরী সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে শাহিন (১৮) নামে এক বাংলাদেশী আহত হয়েছে।
গুলিতে আহত শাহিনকে ডাবরী ক্যাম্পের বিজিবি সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।
আহত শাহীন হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের মধ্য গেরুয়াডঙ্গী গ্রামের আব্দুস সামাদের ছেলে।
ঘটনাটি ঘটে রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অন্তর্ভূক্ত হরিপুর উপজেলার ডাবরী সীমান্তের ৩৬৯ নং মেইন পিলারের ২/এস ও ৩/এস এর মাঝামাঝি স্থানে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র ডাবরী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান বলেন, রবিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে সীমান্তে গোলাগুলির শব্দ শুনতে পায়। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ডাবরী ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা সীমান্তের ৩৬৯ নং মেইন পিলারের ২/এস ও ৩/এস এর মাঝামাঝি স্থান থেকে শাহিনকে  গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হরিপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। গুলিবিদ্ধ শাহীনের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ার কারণে কর্ততব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পুরোনো সংবাদ

নির্বাচিত 4289930832955470663

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item