হরিপুর থানার ওসিকে বিজিবির বিরুদ্ধে এজাহার গ্রহণের নির্দেশ

আব্দুল আউয়াল,ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় হরিপুর থানার ওসিকে গ্রামবাসীর এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে হরিপুর আমলি আদালতের বিচারক ফারহানা খান এ নির্দেশ দেন। এছাড়াও তিনি দ্রুত মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়ে আগামী ১১ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় ওই ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নিহতদের পরিবারের সদস্যদের পক্ষ থেকে মামলার কাজ দ্রুত পরিচালনা ও দোষীদের আইনের আওতায় এনে শাস্তির অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, গত ১২ই ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হরিপুরে গরু নিয়ে বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ঘটনায় তিনজন গ্রামবাসী নিহত হন। পরে ২৪ ফেব্রুয়ারি নিহতদের পরিবারের পক্ষ থেকে বিজিবি-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদসহ বিজিবির ৭ সদস্যের নাম উল্লেখ করে আরও একশজনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে ঠাকুরগাঁও আদালতে তিনটি অভিযোগ দাখিল করা হয়। সেদিন পরবর্তী শুনানির তারিখ ১২ মার্চ নির্ধারণ করেন হরিপুর আমলি আদালতের বিচারক ফারহানা খান।

পুরোনো সংবাদ

নির্বাচিত 2185395354458178556

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item