জলঢাকায় স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ মাদক ও জঙ্গী মুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৩টি ইউনিয়ন এবং ১টি পৌরসভাসহ ৪টি দলের অংশগ্রহণে নীলফামারীর জলঢাকায়  ইউনিয়ন ভিত্তিক কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

জলঢাকা থানা পুলিশের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় সোমবার বিকালে শেখ রাশেল মিনি স্টেডিয়াম মাঠে এই কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। উদ্বোধনী খেলায় মিরগঞ্জ ইউনিয়ন ৩১ -- ৩০ পয়েন্টে কাঠালী ইউনিয়নকে অপর খেলায় পৌরসভা একাদশ ৪১ -- ১৪ পয়েন্টে শৌলমারি একাদশকে পরাজিত করে ফাইনালে উঠে। এর আগে অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে একটি বর্নাঢ্য র‍্যালি  থানা চত্বর থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ করে স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিেেলন থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, মিশেস ওসি ফিরোজা বেগম, ওসি তদন্ত মাহসুদ-উন নবী ,কাঠালী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, প্যানেল মেয়র রুহুল আমিন প্রমুখ। আগামীকাল মঙ্গলবার বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলা পরিচালনা করেন রেফারী মুকুল হোসেন, ফারুক সিদ্দিক, আফিজার রহমান ও আবতাব হোসেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 7537676522237255590

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item