পঞ্চগড়ে ভূয়া হোমিও চিকিৎসকের ফাঁদে সাধারন মানুষ

সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়।
পঞ্চগড়ে ভূয়া হোমিও চিকিৎসকের ফাঁদে পড়ে প্রতারিত হচ্ছে সাধারন মানুষ। এদের কারণে প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসকদের  সুনাম বিনষ্ট হচ্ছে। জানা গেছে, পঞ্চগড় সদর উপজলার কামাত কাজলদিঘী ইউনিয়নের কুচিয়া মোড় এলাকার জুগিপাড়া গ্রামে আনারুল এর বাসায় গড়ে উঠেছে ভূয়া হোমিও চিকিৎসকের চেম্বার খুলে বসেছে আলিউল রহমান। সপ্তাহে ৩দিন বৃহস্পতি,শুক্র ও শনিবার রোগীদের চিকিৎসা দেওয়া হয়। আলিউল রহমান চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া গ্রামের  আফছার আলীর পুত্র। নিজেকে একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে পরিচয় দেয়। তাও আবার ভারত থেকে বিশেষ ট্রেনিং প্রাপ্ত । তার দেয়া তথ্য মতে, একটি প্রত্যয়নপত্র রয়েছে ,সেটি পঞ্চগড় বাজার আলিফ হোমিও হলের  সেলস ম্যান হিসাবে। ওই প্রত্যায়ন দিয়ে চালিয়ে যাচ্ছে চিকিৎসা। তার কথা মতে ৬ মাস যাবত চর্ম, যৌন, গ্যাষ্ট্রিক,জন্ডিস, আলসার, টিউমার,আমাশয়, কিডনী পাথর, পিত্ত পাথর, হার্নিয়া, শ্বাসকষ্ট, হাপানী সহ নানা জটিল রোগের আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসার আশ্বাস দেয়া হলেও তার নিজেরই নেই হোমিওপ্যাথিক বোর্ডের রেজিষ্ট্রেশন। নেই তার শিক্ষা জীবনের কোন প্রতিষ্ঠানের সনদ পত্র। রোগীকে কোন প্রকার ব্যবস্থা পত্র দেয় না রোগী কে দেওয়া ওষুধের লেভেল ছিঁড়ে ফেলে দেওয়া হয়। এ ধরনের ভূয়া হোমিও চিকিৎসক কোন কাগজপত্র ছাড়াই ডা. হিসাবে  চেম্বার দিয়ে দালালের সাহায্যে গ্রাম গঞ্জের সহজ সরল রোগীদের সাথে প্রতারণা করে আসছেন। চিকিৎসক সনদ ও ড্রাগ লাইসেন্স ছাড়াই হোমিওপ্যাথিক ঔষধ বিক্রি করছেন। পঞ্চগড় হোমিও প্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডাঃ আবুল কালাম আজাদ জানান  আলিউল একজন ভুয়া চিকিৎসক,সে হোমিও সেবায় নিয়োজিত ডাক্তারদের সুনাম ক্ষুন্ন করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের নজর দেয়া প্রয়োজন। এ বিষয়ে পঞ্চগড় সিভিল সার্জন মোঃ নিজামউদ্দিন জানান এমন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন,আমি আমার লোক দিয়ে খোঁজ নিব।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 4187920909267428747

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item