ফুলবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

মেহেদী হাসান উজ্জল,ফুুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
“প্রাথমিক শিক্ষার দিপ্তি উন্নত জীবনের ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনোরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালী শেষে প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ভুইয়া এর সভাপতিত্বে আয়েজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান মাসুদ,মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল,উপজেলা প্রকৌশলী শাহিদুজ্জামান,উপজেলা রিসোর্স সেন্টারের ইনচার্জ মোফাখ্খেরুল ইসলাম, কৃষি সম্প্রসারন অফিসার রুম্মান আখতার,সমাজসেবা অফিসার আখতারুজ্জামান,জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী সোহানুর রহমান সোহান,মৎস অফিসার মাজনুন্নাহার মায়া প্রমুখ। এসময় বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, ও ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন। শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে দুইদিন ব্যাপী এক শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে যা আগামী ১৪ মার্চ পযন্ত চলবে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2956510501247901579

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item