ঠাকুরগাঁও শহরের সুমন-সুজন কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আব্দুল আউয়াল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও শহরের বশির পাড়ায় অবস্থিত সুমন-সুজন কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করা হয়।
৩ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সিনিয়র ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এর নেতৃত্বে ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা ও মাহামুদুর রহমান জেলা শহরের বশির পাড়ায় অবস্থিত সুমন-সুজন কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন।
সে সময় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় সুমন-সুজন কোচিং সেন্টারসহ আরেকটি কোচিং সেন্টারের পরিচালককে জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন, অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করায় দন্ড লঘু করা হইল। পরবর্তিতে কোন কোচিং সেন্টার খোলা পাওয়া গেলে অর্থদন্ড সহ জেল-জরিমানা অনিবার্য।
উক্ত অভিযানে সদর থানার এস, আই পারভীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এবং পেশকার সাইফুল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য থাকে যে, গত ২৭ জানুয়ারি গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয় যে, এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে আগামী ১ ফেব্রুয়ারি পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত (২৫ ফেব্রুয়ারি) দেশের সব কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার কথা বলা হয়।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 5477553540016033747

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item