অরবিন্দ শিশু হাসপাতালে বন্ধু ’৭১ এর ব্যাচ শিশুদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে সাকার মেশিন প্রদান

মো. আব্দুস সাত্তার, দিনাজপুর ঃ ৩ জানুয়ারি রোববার অরবিন্দ শিশু হাসপাতালে শিশুদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে বন্ধু ’৭১ এর ব্যাচ একটি সাকার মেশিন প্রদান করেন। সাকার মেশিনটি গ্রহণ করে অরবিন্দ শিশু হাসপাতালের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক শামীম কবীর, কোষাধ্যক্ষ জহির শাহ্্, মেডিকেল সম্পাদক মোঃ সাইদুর রহমান। এ সময় বন্ধু ’৭১ ব্যাচের সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, সাধারণ সম্পাদক কাজী তসলিম উদ্দিন বাবু, সহ-সভাপতি ডাঃ গোলাম গাউস মন্টু, সহ-সাধারণ সম্পাদক মাবুদার রহমান চৌধুরী, সাবেক এয়ার কমডর শেখ জামাল আখতার, অবসরপ্রাপ্ত লেঃ কর্ণেল লুৎফন হক টুটুল, সদস্য জিনাত আরা সুলতানা, সুমিতি ঘোষসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বন্ধু ’৭১ ব্যাচের সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু বলেন, অরবিন্দু শিশু হাসপাতাল দিনাজপুরবাসীর জন্য একটি আশির্বাদ সংগঠন। শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে অরবিন্দু শিশু হাসপাতাল সেবা দিয়ে আসছে। এখন শিশুদের জরুরী কোন রোগ হলে বাইরে যেতে হয় না। তাদের কার্যক্রম দেখে আমরা এই সাকার মেশিন প্রদান করছি। অরবিন্দ শিশু হাসপাতালের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক শামীম কবীর বলেন, শিশুদের বিভিন্ন রোগের সেবা প্রদান করা হচ্ছে এখানে। অরবিন্দ শিশু হাসপাতালের উন্নয়নে সমাজের বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। 

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 6356225268672046093

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item