সৈয়দপুরে এক মাদকসেবীর ২০ দিনের কারাদন্ড




তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
 নীলফামারীর সৈয়দপুরে মাদকসেবনের দায়ে  মো. পাপ্পু হোসেন (২৪) নামে এক মাদকসেবীকে ২০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।  আজ (বৃহস্পতিবার) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া ওই দন্ডাদেশ প্রদান করেন।
পুলিশ সূত্র মতে, শহরের বাঁশবাড়ী ১নং ক্যাম্পের মোয়াজ্জেম হোসেনের  ছেলে  মো. পাপ্পু হোসেন।  ঘটনার দিন গতকাল বৃহস্পতিবার সকালে  নিজ বাসায় ড্যান্ডি নামক মাদক ে সেবন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার  সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহিনুর রহমান ওই ক্যাম্পের গিয়ে মাদকসেবী মো. পাপ্পু হোসেনকে মাদক সেবনকালে হাতেনাতে আটক করেন। পরে  তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের  বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া মাদক সেবনের দায়ে ২০ দিনের কারাদন্ড প্রদান করেন।
 সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. শাহ্জাহান পাশা , ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের দায়ে পাপ্পুকে ২০ দিনের কারাদন্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 7615905616544284496

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item