স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রীদের শ্রদ্ধা

একাদশ সংসদের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিউগলে বেজে উঠে করুণ সুর। তিন বাহিনীর একটি সু-সজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রীরা দাঁড়িয়ে কিছু সময় নিরবতা পালন করেন। তিন বাহিনীর প্রধানও এ সময় উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ও বেলা ১১টা ২০ মিনিট স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।
এর আগে, সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন মন্ত্রীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়লাভ করে। পরে রাষ্ট্রপতি আওয়ামী লীগকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্য বিশিষ্ট নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করে।

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান।

পুরোনো সংবাদ

প্রধান খবর 6035879391335741855

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item