কুড়িগ্রামের উলিপুরের ধামশ্রেণি ইউনিয়নের কৃতি সন্তান মমিনুল হতদরিদ্র মানুষের পাশে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ 
কুড়িগ্রাম জেলার অধিনস্থ উলিপুর উপজেলার ধামশ্রেণি ইউনিযনের মধ্য দড়িচর এলাকার আব্দুল মালেক এর সুযোগ্য পুত্র মমিনুল ইসলামের নাম ধামশ্রেণি ইউনিয়নে সাড়া জেগে উঠেছে। অত্র ধামশ্রেণি ইউনিয়নে দরিদ্র, শিক্ষিত, বেকার, যুবকদের কর্মসংস্থানের সুব্যবস্থা করে দেয়ায়। মমিনুল ইসলাম ঢাকায় একটি প্রাইভেট কোম্পানীতে উচ্চতর পদে চাকুরিতে আছেন। তিনি ঢাকায় থাকার পরেও নিজ জন্ম স্থান উলিপুর উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের উন্নয়নের চেতনা তার সর্বদায় ভাবনা বলে জানা যায়। প্রতি বছরেই বানভাসী মানুষদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়। শীতে হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্রদান এছাড়া ধর্ম উৎসবে ভেদাভেদ ভুলে গিয়ে দরিদ্রদের পাশে এসে দাঁড়ান। এরকম চিকিৎসা, শিক্ষা, সর্বদায় হতদরিদ্র মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মমিনুলের সহযোগিতার যে রুপ দেখা যায় তা অত্র ধামশ্রেণি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে কম দেখা যায়। এই মমিনুলকে তার সমন্ধে জানতে চাইলে অত্র ধামশ্রেণি ইউনিয়নে অনুসন্ধান প্রতিনিধি টিম সরেজমিনে গিয়ে জানতে পায় ধামশ্রেণি ইউনিয়নের শতাধিক শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আব্দুলাহ আল মামুন, আপেল সরকার, আশাদুজ্জামান খান, রাজিব খান, বাবু মিয়া, ফরহাদ মিয়া, মিজান, রুবেল, আতিক ও রঞ্জু মিয়া এদের সঙ্গে কথা হলে তারা জানান, মমিনুল ভাই আমাদের ধামশ্রেণি ইউনিয়নে যে অবদান রেখে তা আমাদের ইউনিয়নে নির্বাচিত প্রতিনিধিরাও করেন না। আমরা তার কাছে ঋণী। তিনি আমাদের ইউনিয়নের গৌরব। মমিনুলের সাথে প্রতিবেদকের কথা হলে তিনি বলেন, আমার ইউনিয়নের দরিদ্রতা মুছনে নিজেকে যতটুকু পারি চেষ্টা করি। এছাড়া আমার এলাকাবাসীর বিপদে আপদে সর্বদা সচেষ্ট থাকি। মাদক মুক্ত ইউনিয়ন গড়তে স্ব স্ব দায়িত্বে সকলের সহযোগিতা কামনা করি।

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 1354196546820191413

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item