কুমিল্লায় নিহতদের স্মরণে জলঢাকায় স্কুল মাদরাসায় কালো ব্যাচ ধারন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কুমিল্লায় নিহতদের স্মরনে কালো ব্যাচ ধারন করেছে সকল শিক্ষার্থী ও শিক্ষকগণ। মঙ্গলবার সকালে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থে কালো ব্যাচ পরিধানের মধ্য দিয়ে এ আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক। পরে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক শাহ রোকনুজ্জামান রোকন চৌধুরীসহ কর্মরত শিক্ষকগণ। অপরদিকে কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসায় অনুরূপ কর্মসুচী পালন করা হয়।
এসময় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অন্ষ্ঠুানে আসা প্রধান অতিথি দিনাজপুর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক এবিএম নোমানকে কালো ব্যাচ পরিয়ে এই কর্মসুচীর সুচনা করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু,  অধ্যক্ষ মমিনুর রহমান প্রমুখ। অন্যদিকে পৌরসভাধীন আলহেরা এডুকেয়ার হোম কেজি স্কুলসহ একযোগে উপজেলার প্রায় শতাধিক প্রতিষ্ঠানে একই কর্মসূচি পালন করা হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গ, গত শুক্রবার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে কয়লাবাহী ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহত হয়। যাদের প্রত্যেকের বাড়ি নীলফামারীর জলঢাকায়। নিহত ১৩ জনের মধ্যে ৭ জন ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমিক স্তরের ছাত্র। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক বলেন, নিহতদের স্মরণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কালো ব্যাচ ধারণ করা হচ্ছে এবং পরবর্তীতে নিহত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের চিন্তা- ভাবনা আছে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5248935005319125557

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item