নীলফামারীতে বৃদ্ধ ও বৃদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করলেন ডিসি

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৩ জানুয়ারি॥ অসহায় বৃদ্ধ ও বৃদ্ধা খুঁজে খুঁজে এমন শীতার্ত পাঁচশ জনের মাঝে কম্বল বিতরণ করেছে নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
গতকাল শনিবার (১২ জানুয়ারী) রাতে জেলা শহরের অদূরে দক্ষিণ হাড়োয়া অবস্থিত হোমিও প্যাথিক কলেজ প্রাঙ্গণে দক্ষিন হাড়োয়া, টুপিরমোড়, দক্ষিন সোনাডাঙ্গী এলাকার শীতার্তদের মাঝে তিনি স্ব শরীরে হাজির হয়ে এই কম্বল বিতরন করেন।
এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুইয়া, মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ সারওয়ার হোসেন মানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, ভারপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা সহকারীকমিশনার পূদম পু®প চাকমা।
এসময় উন্নত মানের কম্বল পেয়ে দক্ষিন হাড়োয়ার অজিফা বেগম (৬৫) বলেন ঠান্ডাত খুব কষ্ট হইছে। কম্বলটা পেয়া জার(ঠান্ডা) কাটা যাইবে। একই এলাকার শারমিন বেগম (৫৫) বলেন ঠান্ডাকালে খুব কষ্ট হয়। কয় দিন থাকি খুব ঠান্ডা নামিছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামার জন্য কম্বল পাঠাইছে। আইজ কম্বলটা পায়া ভালো লাগিছে।
উল্লেখ যে, এর আগেও জেলা প্রশাসক গভীর রাতে ঘুরে ঘুরে ছিন্নমুল ও অসহায় মানুষজনকে এক হাজার কম্বল বিতরন করেন। #

পুরোনো সংবাদ

নীলফামারী 7902016283416534325

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item