নৌকার ভোট চাইলেন শাকিব খান

অনলাইন ডেস্ক


ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানালেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে নৌকায় ভোট দেওয়ার কথা বলেন তিনি। ১ মিনিটের ভিডিওতে প্রধানমন্ত্রীকে মমতাময়ী মা হিসেবে তুলনা করেন।

ভিডিওতে শাকিব খান নিমতলী ট্র্যাজিডির পর রিতা-রুনাকে নিজের মেয়ে হিসেবে স্বীকৃতি, ১০ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় ও অসুস্থ-অসহায় শিল্পী সাহিত্যিকের পাশে সবসময় শেখ হাসিনাকে পাওয়া গেছে, মমতার দৃষ্টান্ত উদাহরণ বলে উল্লেখ করেন।

ভিডিও শেষে শাকিব বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মমতাময়ী শেখ হাসিনাকে নৌকায় ভোট দিন।’

এদিকে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল, শাকিব খান নৌকার পক্ষে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। শোনা যাচ্ছিল তিনি মনোনয়ন ফরম কিনবেন। তবে সেটা হয়নি। কিন্তু এ ভিডিওর মাধ্যমে জানালেন, তিনি নৌকার পক্ষে আছেন।

এর আগে এক ভিডিও বার্তায় নৌকার পক্ষে ভোট চেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এছাড়া আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালাতে চলচ্চিত্র অঙ্গনের অনেককেই দেখা গেছে।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 6825419193769878957

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item