পাগলাপীরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান-ব্রেঞ্চ-আলমারী ও হুইল চেয়ার বিতরণ

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান, উঁচু নিচু ব্রেঞ্চ, স্টিলের আলমারী ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২৪ ডিসেম্বর ২০১৮ রোজ সোমবার দুপুর ২টায় অত্র ইউপি ক্যাম্পাসে আয়োজন করা হয় এক আলোচনা সভার। হরিদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র ইউপির আত্মসামাজিক উন্নায়নের রুপকার মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা উপকরন বিতরন  সভায় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান রেয়াজ উদ্দিন, ইউপি সদস্য শওকত হোসেন যাদু, রোকনুজ্জামান আকবর, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রনজিনা আক্তার আদুরী, ইউপি সচিব আবু বক্কর সিদ্দিক, সুধীদের মধ্যে গংগাদাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলওয়ার হোসেন দুলাল, আদ্দ্বীন একাডেমীর অধ্যক্ষ আসাফ-উদ-দৌলা লিফটন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ লিয়াকত হোসেন, দুলাল মিয়া, চাঁন মিয়া, জাহাঙ্গীর হোসেন, সিরাজুল ইসলাম, আব্দুর রশিদ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ রহিমা বেগম ও ভারতী রানী সহ ইউনিয়নের বিশিষ্ট জনরা, অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র হরিদেবপুর ইউনিয়নের উদ্যোক্তা মোঃ মোকলেছার রহমান ও লাভলী। অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরন সভায় সভাপতির বক্তব্যে অত্র ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন বলেন আমি হরিদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণের পর গত সাড়ে ৩ বছরে ব্যাপক উন্নয়ন করেছি। এই ইউনিয়নের রাস্তাঘাট, হাটবাজার, স্কুল,কলেজ,মসজিদ, মাদ্রাসা,মন্দির, হরিসভা, কালিবাড়ী, কবরস্থান, মহাশশ্বান, ধর্মীয় নানা উপসনালয় সহ সামাজিক প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকল্পের মধ্যমে উন্নয়ন সাধন করা হয়েছে। তিনি আরও বলেন আগামী ২০১৯/২০ইং সালের মধ্যে এ ইউনিয়নের কোন মানুষকে আর কাঁচা সড়কে চলাফেরা করতে হবে না। বড় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নে সব কাঁচা রাস্তাঘাট গুলো পাকা করণ করা হবে। তিনি আরও বলেন একজন চেয়ারম্যানের ক্ষমতা বা মেয়াদ মাত্র ৫ বছর। এ স্বল্প সময়ে সবকিছু উন্নয়ন করা খুবই কঠিন কাজ। তাই এ ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে, আমি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে কোন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী না হয়ে, স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহন করব, এ জন্য উপস্থিত সকলের কাছে ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন দোয়া প্রার্থনা এবং সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য লোকাল গর্ভান্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর অর্থায়নে ও হরিদেবপুর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ২০১৭/১৮ইং এর বরাদ্দ অর্থে হরিদেবপুর ইউনিয়নের ৭টি প্রতিষ্ঠানে স্টিলের আলমারী, ২১টি প্রতিষ্ঠানে ৬৫টি সিলিং ফ্যান, ১০টি প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ এবং ১৭টি প্রতিবন্ধীর মাঝে হুইর চেয়ার বিতরন করা হয়েছে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6748317383924448951

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item