পঞ্চগড়-১ আসনে আবারো নৌকার মাঝি হওয়ার দায়িত্ব পেলেন আলহাজ্ব মজাহারুল হক প্রধান

মোঃ তোফাজ্জল হোসেন (তোতা), পঞ্চগড় ঃ পঞ্চগড়-১ আসনে আবারো নৌকার মাঝি হওয়ার দায়িত্ব পেলেন আলহাজ্ব মজাহারুল হক প্রধান। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে নির্বাচন করার জন্য আওয়ামীলীগের টিকিট পেলেন। পঞ্চগড়-১(পঞ্চগড় সদর, তেঁতুলিয়া  ও আটোয়ারী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান গত- ২৯ শে ডিসেম্বর ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৫৩ হাজার ভোটে নির্বাচিত হন। ঐ নির্বাচনে বিপুল ভোটে নৌকার প্রতীক নিয়ে বিজয় লাভ করেন আলহাজ্ব মজাহারুল হক প্রধান। পঞ্চগড়-১ আসনের এমপি হয়ে এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কঠিন পরিশ্রমের মাধ্যমে কাজ করে গেছেন। তাই পঞ্চগড়-১ আসনে তিনি তার সাফল্যতার ফসল হিসেবে এবারও নির্বাচন করার চিঠি পেয়েছেন। তিনি জানান, এবারও পঞ্চগড়-১ আসনের এমপি হয়ে সংসদে যাবেন এবং পঞ্চগড়-১ আসনের জনসাধারণের জন্য কাজ করে যাবেন। তাই তিনি পঞ্চগড়-১ আসনের মানুষকে নিয়ে আনন্দ উৎসব মুখর পরিবেশে সকলের কাছে নৌকা মার্কা প্রতীকে ভোট চান এবং পঞ্চগড় বাসীর মঙ্গল কামনা করেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 7341626828643653696

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item