গাইবান্ধার চরাঞ্চলে থাকবে র‌্যাবের হেলিকপ্টার

নুরুল আলম ডাকুয়া , সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
 একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের মধ্যে চরাঞ্চল বেষ্টিত ৩টি আসনের বড় চরাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)'র জন্য হেলিকপ্টার। 
 জানা যায়, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যে আসনের চরাঞ্চলগুলোতে (র‌্যাব)'র হেলিকপ্টার থাকবে সেগুলো হচ্ছে- গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ), ২ (সদর) ও ৫ (সাঘাটা-ফুলছড়ি)। এসব আসনের বেশকিছু অংশ জুড়ে রয়েছে ব্রক্ষ্মপুত্র, যমুনা ও তিস্তা নদী। চরাঞ্চলে ভোট কেন্দ্রগুলোতে যোগাযোগ ব্যবস্থা নৌকা নির্ভর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম চরাঞ্চলের পরিস্থিতি বিবেচনায় যেন দ্রুত পৌঁছানো যায় সেজন্য গাইবান্ধা র‌্যাবের হেলিপ্যাডগুলো প্রস্তুত রয়েছে। র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডর সাজ্জাদ রায়হান সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, গাইবান্ধায় এবার ৪টি সংসদীয় আসনে ৩'শ ৩২টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে। গাইবান্ধা-১ আসনে ১'১ ১টি কেন্দ্রের মধ্যে ৮৫টি ঝুঁকিপূর্ণ, গাইবান্ধা-২ আসনে ১'শ ১টির মধ্যে ৭৫টি, গাইবান্ধা-৪ আসনে ১'শ ৩৯টির মধ্যে ৯৯টি ও গাইবান্ধা-৫ আসনে ১'শ২২টির মধ্যে ৭৩টি ঝুঁকিপূর্ণ। পূর্ব অভিজ্ঞতার আলোকে এবার দ্বিগুণ ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে কোম্পানি কমান্ডর বলেন, অন্যান্য বাহিনীর পাশাপাশি প্রচুর সংখ্যক র‌্যাব পোশাকে ও সাদা পোশাকে এবার দায়িত্ব পালন করবে যেন ভোটাররা নির্বিঘ্নেই তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিরাপদে বাড়ি ফিরতে পারেন।

পুরোনো সংবাদ

নির্বাচন 652356342454304791

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item