স্বৈরশাসনের হাত থেকে রক্ষা পেতে পার্বতীপুরে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এম এ আলম বাবলু, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি
জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি ঠুটো জগন্নাথ কমিশন। এই কমিশনের অধিন সুষ্ঠ নির্বাচন আশা করা যায় না। দেশে নির্বাচনের কোন পরিবেশ নাই । দেশকে সৈরশাসকের হাত থেকে মুক্ত করার জন্য নির্বাচনে অংশ নিয়েছে ঐক্যফ্রোন্ট ও ২০দলীয় জোট বিএনপি। তিনি আজ শনিবার দুপুরে পার্বতীপুর উপজেলার বাস টার্মিনাল চত্বরে পথ সভায় বক্তব্য রাখছিলেন। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর-৫ পার্বতীপুর-ফুলবাড়ী আসনের বিএনপি মনোনিত প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক, পৌর বিএনপি সভাপতি আতিয়ার রহমান, সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ। বিএনপি মহাসচিব শান্তিপূর্ন ভাবে ভোট প্রদানের আহবান জানিয়ে বলেন আপনার সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে কেন্দ্রেই অবস্থান করবেন এবং ভোট গননা শেষে বিজয়ী হয়ে ঘরে ফিরবেন। তিনি দলীয় নেতা কর্মীদের গ্রেফতার বন্ধ করতে প্রশাসন ও পুলিশ বাহিনীর প্রতি আহবান জানান। তিনি বর্তমান সরকারে  ক্রোসফায়ারের নামে মানুষ হত্যার সমালোচনা করে বলেন সরকার কৃষক, শ্রমিক, চাকুরীজিবীসহ প্রতিটি নাগরিকের নিরাপত্বা দিতে ব্যর্থ হয়েছে। নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশ নেত্রীকে মুক্ত করার আহবান জানান। দুপুর সোয়া ১টার দিকে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উঠলে নেতাকর্মীদের ভারে মঞ্চ ভেঙ্গে পড়ার উপক্রম হয়। মঞ্চ হেলে পড়লে তড়িঘড়ি করে স্থানীয় নেতাদের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। এর আগে বিভিন্ন এলাকা থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে সমবেত হন দলীয় নেতাকর্মীরা।

পুরোনো সংবাদ

নির্বাচন 2816098809067983034

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item