দিনাজপুর-৫ আসনের বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

এমএ আলম বাবলু, পাবতীপুর(দিনাজপুর) প্রতিনিধি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি’র ধানের শীষের প্রার্থী এ.জেড.এম রেজওয়ানুল হক স্থানীয় বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলা ও সহিংস ঘটনার প্রতিবাদে আজ সোমবার বেলা ৩টায় স্থানীয় মোটর মালিক সমিতির হলরুমে সংবাদ সম্মেলন করেছেন। জনাকীর্ণ  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, গণতান্ত্রিক এ দেশে আজ আমাদের মৌলিক অধিকারসহ বাক স্বাধীনতা, চলাফেরা  স্বাধীনতা, নির্বাচনী সব ধরনের অধিকার বিলুপ্ত। পৌর বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক হাফিজুর রহমানের (চাদ আলী) উপরে সন্ত্রাসী হামালার বর্ননা দিতে গিয়ে তিনি বলেন, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক নির্বাচনী কাজ শেষে বাড়ি ফেরার পথে নতুন বাজার মোজাফ্ফর নগর মোড়ে তার বাড়ির সামনে দূবৃত্তরা ধারলো অস্ত্র ও হকি স্টিক নিয়ে প্রান নাশের উদ্দেশ্যে তার উপর হামলা চালিয়ে তাকে মারাত্মক ভাবে জখম করে। বর্তমানে তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকা জনক। তিনি বলেন, মনোনয়ন পত্র দাখিলের পর থেকে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন বেড়ে গেছে। ইতোমধ্যে তিন জন গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে উপজেলার রামপুর ইউপির চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাহাদত হোসেন সাদো, উপজেলা ভাইস চেয়াম্যান আনোয়ার হোসেন, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগাঠনিক সম্পাদক মহিবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তামানে এখানে নির্বাচনের সুষ্ঠ্য পরিবেশ নেই। প্রতিনিয়তই নেতাকর্মীদের বাড়িতে পুলিশি অভিযানের কারণে নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারছেনা। ফলে নির্বাচনী সভাসমাবেশ কমিয়ে আনা হয়েছে। পুলিশি অভিযানের কারণে আতংক ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হানা দিচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সাজেদুর রহমান, উপজেলা মাহিলা দলের সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন শাহী, যুবদলের সভাপতি মাহাফুজুল ইসলাম মাসুম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ারুল হকসহ অনেকে।

পুরোনো সংবাদ

নির্বাচন 1079515317691059824

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item