পাগলাপীরে ব্যাপক উৎসাহে শ্রী শ্রী কালী পূজা উদযাপন

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও ধর্মীয় ভাব গম্বিয্যের মধ্য দিয়ে উদযাপিত হলো মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার দিনব্যাপী রংপুরের পাগলাপীরে সনাতন হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী কালী পূজা। এ উপলক্ষ্যে পাগলাপীরের গোকুলপুর আলেয়াকুঁড়ি কালীবাড়ি, ফকিরান মহা শশ্মান কালীমন্দির, হরিদেবপুর ঠাকুরপাড়া কালীমন্দির, হরিদেবপুর ছোট মাঝিপাড়া কালীমন্দির, রতিরামপুর খোদ্দাপাড়া কালীমন্দির, ধনতোলা তাঁতিপাড়া কালীমন্দির, হরকলি বরন্তর কালীমন্দির, মমিনপুরের মহেশপুর কালীমন্দির, চাঁন্দামারী কালীমন্দির, পুটিমারী কালীমন্দির, উত্তর খলেয়া কালীমন্দির সহ অঞ্চলের বিভিন্ন মন্দির মন্ডব মহা শশ্মান সহ ধর্মীয় নানা উপাসনালয়গুলোতে আয়োজন করা হয় পূজা অর্চনার। ব্যবসায়ী সহ নানান বয়সের হিন্দু সম্পদ্রায়ের নারী পুরুষ কলার গাছ, ব্যবসা প্রতিষ্ঠান বাসা বাড়ির আঙ্গিনায়, দুয়ারে মোমবাতি, ডিয়ার, প্রদীপ জ্বালিয়ে মা কালীর কৃপা লাভের জন্য এবং দেশ ও জাতির কল্যান কামনায় আরাধনা প্রার্থনা ও ভক্তি প্রদর্শন করেন।

পুরোনো সংবাদ

রংপুর 3328274800995031527

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item