পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২নভেম্বর/১৮ শুক্রবার বাদ আসর শুরু করে বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলাধীন ৬নং সাতমেড়া ইউপির দশমাইল বাজার মসজিদের সামনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলের আয়োজনে দশমাইল এলাকাবাসিসহ আরো অনেকে আর্থিক সহযোগিতা করেন।
এতে আওয়ামীলীগ ৬নং ইউপি সাধারন সম্পাদক মো: রবিউল ইসলাম(রবি)-এর সভাপত্বিতে দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো: আনোয়ার সাদাত স¤্রাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান মন্ত্রি কার্যালয়ের এটুআই মো: নাঈমুজ্জান মুক্তা, ৬নং সাতমেড়া ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: এনামুল হক প্রধান, দশমাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজাদ প্রধান প্রমূখ। দোয়া মাহফিলে আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আনোয়ার সাদাত স¤্রাট বলেন, আমি আগামী রোববার জেলা প্রশাসক সহ প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবরে উক্ত দূর্ঘটনা কবলিত  রাস্তায় স্প্রিট ব্রেকারের দাবিতে স্বারকলিপি এবং বেপরোয়া লাইসেন্স বিহীন ড্রাইভার কিংবা হেলপার যাতে গাড়ী না চালাতে পারে সে বিষয়ে স্বারকলিপি প্রেরণ পূর্বক জেলা প্রশাসকের নিকট আলোচনা করবেন। তিনি আরোও বলেন, আমি আগামী ১৫দিনের মধ্যে এই দশমাইল বাজারে স্প্রিট ব্রেকার দেয়ার চেষ্টা করবেন। অন্যদিকে ৬নং সাতমেড়া ইউপির আওয়ামীলীগ সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি বলেন, “পঞ্চগড়ের ইতিহাসে এই প্রথম গত ২৬অক্টোবর/১৮ শুক্রবার পৌনে ৭টায় দশামাইল বাজারে মর্মান্তিক দূর্ঘটনায় ১১জন নিহত হয়েছেন। এতে গলা বিচ্ছিন্ন হয়েছে ৪ জনের। আমি উক্ত দূর্ঘটনায় নিহতদের আত্মার রুহের মাগফিরাত কামনায় দশমাইল এলাকাবাসির সহযোগিতার উদ্যোগে আজকে এই দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমি মান্যবর জেলা প্রশাসকের নিকট আবেদন করছি, এই দশমাইল বাজারে একই বরাবরে চারটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যা কোমলমতি ছাত্র/ছাত্রীদের স্কুল প্রবেশে-ত্যাগে মহা-সড়ক পারাপারে বিপদজনক। এমনকি দশমাইল বাজারে সারাদিন ব্যাপী হাজারো মানুষের ঢল, নেই কোনো স্প্রিট ব্রেকার, এতে দূর্ঘটনার সম্মুক্ষিণ ছাত্র/ছাত্রীসহ হাজারো মানুষ। তাই অতিসত্বর প্রয়োজন স্প্রিট ব্রেকার। তিনি আরোও বলেন, পঞ্চগড় সদর হাসপাতালে উন্নত চিকিৎসার অভাব দূর্ঘটনায় ঘটনায় আহতদের পঞ্চগড় সদর হাসপাতালে প্রেরণ করা হলে, ছাড়পত্র দেয়া হয় রংপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে।” কেন এই হয়রানি জানতে তিনি।উক্ত দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন জগদল দাখিল মাদ্রাসার সুপার মো: দেলোয়ার হোসেন। তিনি তার মোনাজাতে দশমাইল এলাকাবাসির বিপদমুক্ত, নিহতদেও রুহের মাগফেরাত ও স্প্রিট ব্রেকার স্থাপনায় উদ্যোগী ব্যক্তিদের সমস্ত বিপদামুক্তের এবং সুস্থতায় দোয়া কামনা করেন। 

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6802457349759261631

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item