চালু হলো পঞ্চগড়ের স্বপ্নের আন্তঃনগর ট্রেন-ভিডিও



মোঃ সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়:
আজ চালু হলো পঞ্চগড়ের মানুষের স্বপ্নের আন্তঃনগর ট্রেন। পঞ্চগড়ের মানুষের দীর্ঘদিনের দাবী পঞ্চগড় থেকে ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন যোগাযোগ। বহু ত্যাগ তিতিক্ষার পরে পঞ্চগড়ে মানুষের আশা আকাঙ্খা পুরণ করতে এলো দ্রুতযান এক্সপ্রেস ট্রেন। আজ শনিবার সকাল ৭ টা ৪০ মিনিটে দ্রুতযান এক্্রপ্রেস ট্রেনের যাত্রা দিয়ে শুরু হলো। সকালে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় রেলওয়ে বিভাগের মহাপরিচালক কাজী রফিকুল আলম, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট, পঞ্চগড় পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহাম্মেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। এ সময় উদ্বোধনী আন্তঃনগর ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ বলেছেন আগামী ২০৪১ সালে সারাদেশের প্রতিটি জেলা রেলপথের আওতায় আনা হবে। আজ রাত ৯ টায় অপর ট্রেন একতা পঞ্চগড় থেকে ঢাকার উদ্যেশে ছেড়ে যাবে।

পুরোনো সংবাদ

ভিডিও 7205075222128248321

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item