নীলফামারীতে নারীর পোশাক তৈরীতে অদ্বিতীয়া ফ্যাশন ডিজাইনিং এন্ড টেইলারিং হাউজের যাত্রা শুরু

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৪ নভেম্বর॥ নীলফামারীতে নারীর রুচিশীল পোশার তৈরীর অঙ্গিকারে যাত্রা শুরু হলো অদ্বিতীয়া ফ্যাশন ডিজাইনিং এন্ড টেইলারিং হাউজের। আজ বুধবার (১৪ নভেম্বর) বিকালে জেলা শহরের বড়মসজিদ সড়কে অবস্থিত মিডিয়া হাউজে ওই প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
নারীদের মানসম্মত পোশাক তৈরীর প্রতুশ্রুতিতে ওই ফ্যাশন ডিজাইনিং এন্ড টেইলারিং হাউজ প্রতিষ্ঠায় কাজ করছে নারী উদ্যোগ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। পোশাক তৈরীর পাশাপাশি নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরীতে কাজ করছে সংগঠনটি। উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন সুগার মিলের সাবেক কর্মকর্ত মো. শফিউল ইসলাম, সাংবাদিক মীর মাহমুদুল হাসান আস্তাক, ইসরাত জাহান পল্লবী, ভুবন রায় নিখিল, মিল্লাদুর রহমান মানুন বিজয় চক্রবর্তী কাজল, তৈয়ব আলী সরকার।
অদ্বিতীয়া নারী উদ্যোগের সদস্য ইসরাত জাহান পল্লবী জানান, শহরের সচেতন ১০ নারীর সমন্বয়ে গঠিত হয়েছে সংগঠনটির। নারী উদ্যোক্তা তৈরী করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমাজে নারীদের প্রতিষ্ঠা করাই সংগঠনটির মূল উদ্দেশ্য। তারই ধারাবাহিকতায় অদ্বিতীয়া ফ্যাশন ডিজাইনিং এন্ড টেইলারিং হাউজের প্রতিষ্ঠা করা হলো। ওই হাউজে নারীদের রুচিশীল পোশাক তৈরীর কাজে নারীরাই নিয়েজিত থাকবে।
সংগঠনটির অন্যান্য সদস্যরা হলেন, আফরোজা হক, ইসরাত জাহান পল্লবী, সাথি ভৌমিক, আল রাফিয়া, অনিতা কর্মকার মনি, সাহিদা সরকার, উম্মে তারিখা আক্তার, আরিফা আক্তার, মিনতি রাণী চক্রবর্তী। 

পুরোনো সংবাদ

নীলফামারী 7679420879065418147

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item