‘প্রাথমিকে থাকছে না এমসিকিউ’

শিক্ষা-শিক্ষাঙ্গন-প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, এবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেওয়া হয়েছে। এ পরীক্ষায় ৬টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে তার নিজ দফতরে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মনে করি নির্বাচনের কারণে ফলাফল প্রকাশ এবং বই বিতরণে কোনো সমস্যা হবে না।

মন্ত্রী আরো জানান, দশম বারের মতো আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষায় ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন ছাত্র-ছাত্রী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ১২ লাখ ৭৮ হাজার জন এবং ১৪ লাখ ৯৮ হাজার ছাত্রী।

মন্ত্রী বলেন, ‘গত বছরের চেয়ে ২৩ হাজার ৪৭২ জন শিক্ষার্থী এবছর বেশি অংশগ্রহণ করছে।’

‘আমরা সরকারিভাবেই পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট সব ধরণের কোচিং বন্ধ রাখার চেষ্টা করছি’ যোগ করেন মন্ত্রী।

মন্ত্রী জানান, প্রতি বছরের মতো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিটি জেলার পরীক্ষা কার্যক্রম পরিদর্শনের জন্য ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা দিয়েছি।

মন্ত্রী সাংবাদিকদের পরীক্ষা সফলতার দিকগুলো নির্মোহভাবে সকলের কাছে তুলে ধরতে অনুরোধ করেন।

গেল দশ বছর এমসিকিউ পদ্ধতি রেখে পরীক্ষা পরিচালনা করে শিক্ষা ব্যবস্থার ক্ষতি করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা প্রতিনিয়ত পরিবর্তন হতে পারে। আগে ভাল ছিল এখন হয়তো আরও ভাল হবে।

এবছরের পরীক্ষার ফলাফল নির্বাচনের আগেই প্রকাশ করা হতে পারে বলে উল্লেখ করেন মন্ত্রী

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5416284950189976775

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item