সৈয়দপুরে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও সিএইচসিপিদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মী ও কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।আজ (রবিবার) আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ এর সমষ্টি প্রজেক্টের আওতায় সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
 এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মীর হোসেন।
 প্রশিক্ষণের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশ এর অ্যাডভাইজার স্যোশাল সার্ভিস মো. সাইফুদ্দিন আহমেদ।
 প্রশিক্ষণে কেয়ার বাংলাদেশ এর রংপুর রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার মো. শফিকুল ইসলাম মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমষ্টি প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্যে তুলে ধরেন। এতে আরো উপস্থিত ছিলেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার মো. আব্দুস সালাম, কেয়ার বাংলাদেশ রংপুর এর প্রোগ্রাম সাপোর্ট অফিসার এম এ হালিম।
 প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর ছিলেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল  টেকনোলজিষ্ট (ইপিআই) মো. আবু তাহের সিদ্দিকী ও স্বাস্থ্য পরিদর্শক এ বি এম রওশন আলম।
পুরো প্রশিক্ষণটি সঞ্চালক ছিলেন কেয়ার বাংলাদেশ সৈয়দপুর অফিসের সমষ্টি প্রকল্পের প্রজেক্ট অফিসার কৃষ্ণা রাণী রায়। 
দিনব্যাপী প্রশিক্ষণে ৩৫ জন মাঠ পর্যায়ের মাঠকর্মী ও কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার অংশ নেন।         

পুরোনো সংবাদ

নীলফামারী 6785708049458272419

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item