লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যালনাল জেলা ৩১৫ এ বাংলাদেশ এর অক্টোবর সেবা পক্ষ - ২০১৮ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. আমির আলী আজাদ।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যালনাল জেলা ৩১৫ এ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন  (হেডকোয়ার্টার) সাংবাদিক লায়ন আমিনুল হক সভাপতিত্ব করেন।
 এতে স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল।
 অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব সানফ্লাওয়ারের সহ-সভাপতি লায়ন মো. আজমল সরকার, সদস্য লায়ন কাজী মো. একরামুল হক, লায়ন  মো. গোলাম মোস্তফা মহব্বত, লায়ন  মো. আব্দুল করিম প্রমূখ।
 অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক মো. ফারুক আহ্ম্মেদ।
 পরে প্রধান অতিথি অধ্যক্ষ ড. আমির আলী আজাদ দুঃস্থ নারীর হাতে সেলাইমেশিন তুলে দেন।
 অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের  সাধারণ সম্পাদক লায়ন জাবেদ আলী শেখসহ সদস্যবৃন্দ ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
একই দিন অক্টোবর সেবা পক্ষ - ২০১৮ উপলক্ষে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যালনাল জেলা ৩১৫ এ বাংলাদেশ এর মাননীয় গর্ভণরের ডাক ‘ টুগেদার উয়ী সার্ভ ’এর ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানেও প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. আমির আলী আজাদ।  

পুরোনো সংবাদ

নীলফামারী 7491933731822978365

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item