প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী নিয়োগ, পীরগঞ্জে ভাগ্য খুলছে ৪০ পুরুষের!

মামুনুর রশিদ মেরাজুল,পীরগঞ্জ (রংপুর) থেকে ঃ
পীরগঞ্জের ৪০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আউট সোর্সিংয়ের মাধ্যমে দপ্তরী কাম প্রহরী পদে নিয়োগের প্রক্রিয়া আবারো শুরু হওয়ায় ভাগ্য খুলেছে ৪০ পুরুষের। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়াটি ঝুলে থাকায় ওইসব বিদ্যালয়ে দাপ্তরিক কাজে মারাত্মক ব্যাঘাতের সৃষ্টি হয়েছে। উপজেলার আরও ৩৮টি বিদ্যালয়ে ওই পদে নিয়োগ করা হবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আউট সের্সিংয়ের মাধ্যমে উপজেলার ২’শ ১৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে দপ্তরী কাম প্রহরী পদে জনবল চুক্তিভিত্তিক নিয়োগের প্যানেল প্রস্তুত করার কথা। ইতিপূর্বেই ১’শ ৩৫ টি বিদ্যালয়ে ওই পদে নিয়োগও দেয়া হয়েছে। আরও ৭৮টি বিদ্যালয়ে নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিকবার উদ্যোগ নিলেও রহস্যজনক কারণে তা স্থগিত হয়ে যায়। সর্বশেষ গত ১৭ অক্টোবর নিয়োগটি স্থগিত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিপত্র জারি করে। ঠিক ৪ দিন পর ২১ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-২ অধিশাখার উপ-সচিব নাজমা শেখ স্বাক্ষরিত এক নির্দেশপত্রে ১৭ অক্টোবরে জারিকৃত পরিপত্রটি বাতিল করলে নিয়োগের কার্যক্রম শুরু হয়। ২২ অক্টোবর উপজেলা বাছাই ও নিয়োগ কমিটির সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আগামী ৫ নভেম্বরের মধ্যে ওই পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, দপ্তরী কাম প্রহরী পদে নিয়োগ হলে যেমন বেকার সমস্যার সমাধান হবে, তেমনি বিদ্যালয়গুলোতেও কাজের গতি বাড়বে। কয়েকজন চাকরী প্রত্যাশী বলেন, কয়েকদফা নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকায় আমরা আশাহত হয়েছি। এবারে নিয়োগটি হলে পীরগঞ্জের ৪০টি পরিবার উপকৃত হবে। নিয়োগপ্রাপ্তরা প্রতি মাসে ১৪ হাজার ৪৫০ টাকা করে বেতন পাবেন বলে জানা গেছে।
সুত্রে আরও জানা গেছে, উপজেলার যে ৪০ টি বিদ্যালয়ে পদটিতে নিয়োগ হবে, সেগুলো হলো- চৈত্রকোল, খাসতালুক, শাল্টি, মিঠারপাড়া, হরিপুর, মাহমুদপুর তালিমখানা, পলাশবাড়ী, মদনখালী, হাসারপাড়া, তরফমৌজা, গোপীনাথপুর, মামরোজপাড়া, গন্ধর্বপুর, ধর্মদাসপুর, রাজারামপুর, শিমুলবাড়ী, তুলারামপুর, বাজিতপুর, সুখানচৌকি, কেশবপুর, মিলনপুর, মকিমপুর, রায়তি সাদুল্লাপুর, রাউৎপাড়া, ঘোষপুর, পাঁচগাছী, আমোদপুর, এনায়েতপুর, লাটমিঠিপুর, কুতুবপুর সদরা, একবারপুর-১ ও ২, হাসানপুর, আব্দুল্লাপুর, উজিরপুর, সয়েকপুর, ঘোনা চতরা, কুয়াতপুর, গাংজোয়ার ও রওশনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা ও নিয়োগ কমিটির সদস্য সচিব বেগম জোবায়দা রওশন জাহান বলেন, বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার স্থায়ী বাসিন্দাদেরকে (পুরুষ) নিয়োগ কমিটির সভাপতির কাছে আবেদন করতে হবে। পরবর্তীতে আরও ৩৮টি বিদ্যালয়ে ওই পদে নিয়োগ হবে। বাছাই ও নিয়োগ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম বলেন, সর্বশেষ নির্দেশনা মোতাবেক আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের শর্তাবলী দিয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। অনেকেই সদস্য সচিবের কাছ থেকে নির্দিষ্ট তথ্য সম্বলিত ছাপানো  আবেদন ফরম নিয়ে যাচ্ছেন।

পুরোনো সংবাদ

রংপুর 3657840841824644672

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item