নীলফামারীর ৬ উপজেলায় সাংস্কৃতিক উৎসব ও মেলা

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৩০ অক্টোবর॥ সৃজনে উন্নয়নে বাংলাদেশ শিরোনামে নীলফামারীর ছয় উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ও  মেলা।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে সদর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে আয়োজিত মেলা চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়। একইভাবে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ, সৈয়দপুর উপজেলায় শোভাযাত্রা শেষে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত মেলা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠান হয়।
ডোমার উপজেলায় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার ও জলঢাকা উপজেলায় নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা প্রধান অতিথি হিসেবে কর্মসূচিতে অংশগ্রহন করেন। 
অপরদিকে সদর উপজেলার আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুইয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, উপজেলা কৃষি বিভাগের অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাইফুল আলম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হালিম, উপসহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা প্রমুখ। বিকালে এসব মেলায় সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। 

পুরোনো সংবাদ

নীলফামারী 8263080984168328218

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item