নীলফামারীতে দুই দিনব্যাপী ফ্রি শিশু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত


ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী 
নীলফামারী জেলা সদরে অনুষ্ঠিত দুই দিনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পে দুই সহ¯্রাধিক শিশু চিকিৎসা সুবিধা পেয়েছে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপির সহযোগিতায় আজ শুক্রবার (১২ অক্টোবর) চওড়াবড়গাছা ইউনয়ন পরিষদের এই ক্যাম্পে সহ¯্রাধিক শিশুকে চিকিৎসা সেবাসহ ওষুধ প্রদান করা হয়।
এর আগের দিন গতকাল বৃহস্পতিবার (১১ অক্টোবর) খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদে অনুরূপ ক্যাম্পে সহ¯্রাধিক শিশুর চিকিৎসা প্রদান করা হয়েছিল।
এসব ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন সংস্কৃতিমন্ত্রীর সহধর্মীনী শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিজঅর্ডার এন্ড অটিজম বিভাগের প্রকল্প পরিচালক অধ্যাপক অধ্যাপক শাহীন আখতারের নেতৃত্বে সাত সদস্যের চিকিৎসক দল।
চিকিৎসক দলের অন্যান্য সদস্যরা হলেন, ডা. বিকাশ চন্দ্র পাল. ডা. গোপেশ রঞ্জন রায়, ডা. সাখাওয়াত হোসেন, ডা. ধিমান কুমার রায়, ডা. চৌধুরী রেহুনুমা তাবাসসুম ও ফিজিওথেরাপিস্ট আবু সুফিয়ান।
ক্যাম্পে এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, চওড়াবড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নবকান্ত অধিকারী, সেচ্ছাসেবী সংগঠন ভিশন ২০২১ এর প্রধান সমন্বয়কারী ওয়াদুদ রহমান, সংগঠক রাসেল আমিন স্বপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদ মাসুদ সরকার, চওড়াবড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন প্রমুখ।
ভিশন ২০২১ এর প্রধান সমন্বয়কারী ওয়াদুদ রহমান জানান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সহযোগিতায় প্রতি তিন মাস পর দুটি করে ইউনিয়নে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। প্রায় এক যুগ ধরে এসব ক্যাম্পে চিকৎসা প্রদান করে আসছেন মন্ত্রীর সহধর্মীনী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহীন আখতারের নেতৃত্বে চিকিৎসক দল। ক্যাম্পে চিকিৎসাসহ ফ্রি ঔষধ প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 1715319480329432092

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item