ফুলবাড়ীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী’র কর্মসূচি,পুলিশী বাধায় পন্ড

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি:

পুলিশি বাধার মুখে পন্ড হয়ে যাওয়ায়,শুধুমাত্র কেক কেটে শেষ করতে হল,দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকির কর্মসূচি।

গতকাল ২৭ অক্টোবর শনিবার জাতীয়তাবাদি যুবলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে, জাতীয়তাবাদি যুবদল ফুলবাড়ী উপজেলা ও পৌর শাখার যৌথভাবে শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করে। ঘোষিত কর্মসূচি পালনের লক্ষে বিকেল থেকে ফুলবাড়ী স্থানীয় নিমতলা মোড় দলীয় কার্যালয়ে সমবেত হয় যুবলের নেতা-কর্মিরা। এ সময় দলিয় কার্যালয় ঘিরে নেয় পুলিশ। পুলিশি বাধায় যুবদলের ঘোষিত কর্মসূচি শোভাযাত্রা বের করতে না পারায়,দলিয় কার্য্যলয়ের ভিতরে সংক্ষিপ্ত আলোচনা শেষে কেক কেটে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকির কর্মসূচি পালন করা হয়।

জাতীয়তাবাদি যুবলের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে ফুলবাড়ী উপজেলা যুবদলের সভাপতি তোফায়েল হোসেন চৌধুরীরর সভাপতিত্বে, সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, যুগ্ম সাধারন সম্পাদক নজমুল হক নাজিম, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারন সম্পাদক সাহাজুল ইসলাম,উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আবু সাঈদ,যুগ্ন-সাধারন সম্পাদক শিবলী সাদিক, পৌর যুবদরের আহবায়ক পৌর কাউন্সিরর গোলাফ্ফর হোসেন, ১নং যুগ্ম আহবায়ক মানিক মন্ডল,যুগ্ম আহবায়ক বেলার হোসেন প্রমুখ। আলোচনাসভা শেষে কেক কাটা হয়।

ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন, আর কয়েকদিন পরেই একাদশ জাতীয় নির্বাচনের তপশিল ঘোষনা করতে যাচ্ছে সরকার, অথচ এখনো বিরোধি দলের কর্মসুচি পালন করতে পুলিশ বাধা সৃষ্টি করছে।

এদিকে ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন,অনুমতি না থাকায় যুবদলের মিছিল বের করতে দেয়া হয়নি, তবে তাদের দলীয় অফিসে কর্মসুচি পালন করেছে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 8285007621867569639

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item