মায়ের আসার পথ চেয়ে অবুঝ দুই শিশু ॥বিপাকে বাবা

মর্তুজা ইসলাম,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
নাজিম বাবু,জুঁই মনি অবুঝ দুই শিশু। তাদের বয়স ৫ ও ৩ বছর। এই অল্প বয়সেই তাদেরকে হতে হয়েছে মায়ের কোল ছাড়া। বাবা-মায়ের ভুল বুঝাবুঝির খেসারত দিতে হচ্ছে এই অবুঝ শিশুদের। বাবা আব্দুল আজিজ সৈয়দপুর সরকারি কারিগরী কলেজে প্রদর্শক পদে কর্মরত  আর মা কর্মরত আছেন গোলনা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য সহকারী হিসেবে। জানা যায়, আলোচনার মাধ্যমে ২০১২ সালের ৭ সেপ্টেম্বর নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি গ্রামের মৃত্যু মোকলেছার রহমানের ছেলে আব্দুল আজিজ (৩৫) এর সাথে জলঢাকা পৌর শহরের মাথাভাঙ্গা আদর্শপাড়া এলাকার নুরুল ইসলামের মেয়ে নুর জাহান নুরির (২৮) বিয়ে হয় । বিয়ের ৬ বছর পরই পারিবারিক কলহের কারনে নুর জাহান নুরি তার স্বামী আব্দুল আজিজকে ডির্ভোস দেন। দুই সন্তানের ভবিষ্যত চিন্তা করে স্ত্রী নুরিকে ফিরে এসে নতুন করে সংসার সাজানোর দাবী জানান,স্বামী আব্দুল আজিজ। আব্দুল আজিজ সৈয়দপুর সরকারি কারিগরী কলেজে প্রদর্শক পদে কর্মরত রয়েছেন। অপর দিকে বাবা মাসহ একসাথে থাকতে চান শিশু নাজিম বাবু।

পুরোনো সংবাদ

নীলফামারী 5441813803542425137

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item