রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সৈয়দপুরে অগ্নিকন্ডে ক্ষতিগ্রস্থ ১৩ টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

 তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের উদ্যোগে সৈয়দপুরে আগুনে ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে সৈয়দপুর উপজেলার ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সুতারপাড়ায় ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ পরিবারে সদস্যদের হাতে ওই ত্রাণ সামগ্রী তুলে দেন।
 এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের সাধারণ সম্পাদক হাসিনা আহমেদ, সহ-সভাপতি ডা. মুজিবুল হাসান চৌধুরী শাহীনসহ-সভাপতি এ এস এম সফিকুল আলম ডাবলু, নীলফামারী জেলা পরিষদ সদস্য মো. শামীম চৌধুরী, উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনামুল হক চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ২০ কেজি চাল, তেল, আলু, চিনি, সুজি, সাবান প্রভূতি। আগুনে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে উল্লিখিত ত্রাণ সামগ্রী সমপরিমাণে বিতরণ করা হয়েছে।
 প্রসঙ্গত, গত মঙ্গলবার (৭ আগস্ট) দিবাগত গভীর রাতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার  ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সুতারপাড়ায় আগুন লেগে ১৩ টি পরিবারের সর্বস্ব পুঁড়ে ছাঁই যায়। ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা পরণের কাপড় ছাড়া কোন কিছু বাঁচাতে পারেননি। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সদস্যরা খোলা আকাশের নিচে অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন।    

পুরোনো সংবাদ

নীলফামারী 7205827886434653363

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item