রংপুরে বিশ্ব আলোকচিত্র দিবসে রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের বর্ণাঢ্য শোভাযাত্রা

এস.কে.মামুন

রংপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে ১৯ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের আয়োজনে ও রংপুর ফটোগ্রাফিক সোসাইটির সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্বণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব। এসময় বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি শামীম তালুকদার, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাকিয়া সুলতানা চৈতি, সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাকিল আহমেদ। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে টাউনহল চত্বরে সাহিত্যমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আফতাবুজ্জামান হিরুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন লায়ন মনজিল মুরাদ লাভলু, কবিরাজ ইসমাইল মোল্লা, গ্রাম বিকাশ কেন্দ্রের প্রতিনিধি আব্দুস সালাম, মহিলালীগ নেত্রী ইকতা লুনা, ফটো সাংবাদিক ফিরোজ বাবু,  এডভোকেট পলাশ কান্তি নাগ প্রমুখ। আলোচনা সভা শেষে নগরীর সিটি পার্ক মার্কেট ২য় তলায় রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের কার্যালয়ে ক্যামেরায় রংপুর ও ফটো সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক শাহিদুর রহমান শাহিদ, সহ-সভাপতি গোলজার রহমান আদর, কার্যকরি সদস্য উদয় চন্দ্র বর্মন। পুরো আয়োজন সংগঠনের দপ্তর সম্পাদক রেজাউল করিম জীবনের সঞ্চালন করেন। আয়োজনে উপস্থিত ছিলেন রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক, কার্যকরি সদস্য এস এম লিটন, আলী হায়দার রনি, সদস্য এস কে মামুন ও ফুয়াদ হাসান ফরহাদ, রিতা সিদ্দিকী, সিটিজেন জার্নালিষ্ট এমজি সাজ্জাদ হায়দার স্বাধীন, সোহাগ, কাসেম, আল-আমিন ও মেহেদী হাসান মিঠু। সবশেষে রংপুরসহ সকল নিহত ফটো সাংবাদিকদের আত্মার মাগফেরত ও আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়। 

পুরোনো সংবাদ

রংপুর 2157986957965547859

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item