বড়পুকুরিয়ার কয়লা দুর্নীতি দুদুক পরিচালকের খনি পরিদর্শন, কাগজপত্র জব্দ।



মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির, কয়লা দুর্নীতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের পরিচালক (প্রশাসন) কজি শফিকুল আলম এর নেতৃত্বে উপ-পরিচালক ছামসুল আলমসহ তিন সদস্য বিশিষ্ট একটি দল বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন করে প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করেছে। গত রবিবার থেকে  সোমবাদ দুপুর পর্যন্ত তারা খনি পরিদর্শন ও কাগজপত্র যাছাই করে ও প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করে।

দুদুক পরিচালক কজি শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, কয়লা দুর্নীতির মামলা তদন্তের কারনে তিনি খনির বিভিন্ন দিক পরিদর্শন করেছেন, কাগজপত্র যাছাই করেছেন, যে সকল কাগজ প্রয়োজন মনে হয়েছে সেগুলোকে জব্দ করেছেন।

উল্লেখ্য বড়পুকুরিয়া কয়লা খনিতে উত্তোলন কৃত কয়লার মধ্যে এক লাখ ৪৪ হাজার কয়লা উধাও হয়েছে। কয়লা না থাকায় বন্ধ হয়ে পড়েছে বড়পুকুরিয়া ৫২৫ মেগওয়াড তাপ বিদুৎ কেন্দ্র। এই ঘটনায় দুর্নীতি দমন কমিশন ও পেট্রোবাংলার পৃথক দুটি মামলা দায়ের হয়েছে, একই ঘটনায় খনির এমডি সচিবসহ ১৯ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, এ মামলাটি দুদুক তদন্ত করছে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 2469118334899801001

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item