চিলাহাটিতে আশা স্বাস্থ্য কেন্দ্র চালু

এআইপলাশ-
আশা স্বাস্থ্য কর্মসূচীর আওতায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে স্বাস্থ্য কেন্দ্র  চালু হয়েছে।আজ মঙ্গলবার (১৪ আগষ্ট) সকালে প্রতিষ্ঠানটির চিলাহাটি ১ ও ২ নং শাখা কার্যালয়ে স্বাস্থ্য কেন্দ্রটির উদ্বোধন হয়।প্রতিষ্ঠানটির নীলফামারী জেলা ব্যবস্থাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন,আশা কেন্দ্রীয় কার্যালয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার(স্বাস্থ্য) মোঃ আনোয়ার হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেতকীবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান,জহুরুল হক প্রামানিক দিপু,সমাজ সেবক সফিকুল ইসলাম কাজল,ভোগডাবুড়ি ইউনিয়ন যুবলীগের একেএম জাহাঙ্গীর বসুনীয়া রাসেল।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আশা স্বাস্থ্য কর্মসূচীর আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে একজন প্যারামেডিক চিকিৎসক ও নার্স কাজ করেন। এরা সংশ্লিষ্ট অঞ্চলের সাধারণ মানুষকে সরাসরি স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ ও সেবা প্রদান করেন। এসব সেবার অধিকাংশই প্রাথমিক স্বাস্থ্য সেবার পর্যায়ে পড়ে। আশার প্যারামেডিক চিকিৎসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি নিকটবর্তী গ্রামে গিয়ে সাধারণ মানুষদের দোরগোড়ায় চিকিৎসা ও পরামর্শ দিয়ে থাকেন।

প্রত্যন্ত জনপদের স্বাস্থ্য সমস্যা বিবেচনায় নিয়ে আশা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চালুর মাধ্যমে লক্ষ্যিত জনগোষ্ঠীর চিকিৎসা উন্নয়নে কাজ শুরু করে।এসব কেন্দ্র থেকে ব্যবস্থাপত্র, ডায়াবেটিক পরীক্ষা ও ডায়াবেটিক রোগ নিয়ন্ত্রণে পরামর্শ, নেবুলাইজেশন, ইউরিন সুগার পরীক্ষা ইত্যাদি সেবা নামমাত্র মূল্যে রোগীদের প্রদান করা হয়। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় ওষুধের মজুদ রয়েছে, যেগুলো বাজার মূল্যের চেয়ে কমমূল্যে রোগীদের কাছে বিক্রি করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 1553616825933269428

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item