হরিপুরের আমগাঁও ভূমি অফিস আবাস স্থল

জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়ন (যাদুরানী) ভূমি অফিস আবাস স্থলে পরিনত হয়েছে।
আশেপাশের লোকজনের কাছে জিম্মি হয়ে আছে অফিসটি দেখার যেনো কেউ নেই।
গতকাল সরেজমিনে দেখা যায়, আমগাঁও ইউনিয়ন ভূমি অফিসের পশ্চিমের পাশের কয়েকটি পরিবরের কাছে দখল হয়ে গেছে অফিসটি।
শুধু দখল নয়, দখল হযেছে অফিসের নূলকুপ, টয়েলেটসহ কয়েক শতক পরিমান জমি যা নিজেদের ম্যধে ভাগবাটোয়ারা করে নিয়েছে ঐ পরিবার গুলো।সূত্রে জানা যায়, ব্রিটিশ অমলে উপজেলার আমগাঁও ইউনিয়নের যাদুরানী বাজার নামক স্থানে ৪২৮১নং দাগে ৬৭ শতক জমির উপর গড়ে তুলেন ভূমি অফিসটি এবং
জমি রক্ষার্থে সরকার ঐ ভূমি অফিসের চতুরপাশে ইটের তৈরি প্রাচীর নির্মান করেন ২০১২ সালে কিন্ত দেখা গেছে সেই প্রাচীরের উপরের মাটি ভরাট করে চলাচলের ব্যবস্তা করেছে পরিবারগুলো।
পরিবারগুলোর দাবি ব্যাক্তিগত জায়গা এবং ঘর থেকে বাহিরে যাওয়ার রাস্তা না থাকার কারণে ভূমি অফিসের জায়গা ব্যবহার ও প্রাচীরের উপর দিয়ে রাস্তা তৈরি করেছেন।
ইউনিয়ন ভূমি কর্মকতা মহেষ চন্দ্র জানান, ভূমি অফিস  থেকে তাদেরকে অনেকবার সরানোর চেষ্টা করছি তারা সরছেনা। আমরা উপজেলা নির্বাহী অফিসাকে বিষয়টি জানিয়েছি।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এম. জে আরিফ বেগ জানান, সরেজমিনে তদন্ত করে ব্যবস্তা নেওয়া হবে।



পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 6079934822661131792

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item