ফুলবাড়ীতে পৌর আইন ভঙ্গ করে শহরের যত্রতত্র মালবাহী গাড়ী থামিয়ে মালামাল উঠা-নামার অভিযোগে জরিমানা আদায়

মেহেদী হাসান উজ্জ¦ল ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর আইন ভঙ্গকরে শহরের যত্রতত্র মালবাহী গাড়ী থামিয়ে মালামাল উঠা-নামার অভিযোগে পৃথক পৃথক ভাবে ভা¤্রমান আদালতে দুইড্রইভারের ২হাজার টাকা জরিমানা আদায় করেছেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: এনামুল হক।

ফুলবাড়ী বাজারের দির্ঘদিন ধরে শহরের যত্রতত্র মালবাহী গাড়ী থামিয়ে মালামাল উঠা নামার অভিযোগ ব্যাবসায়ী ও সাধারন মানুষের। এ ব্যাপারে কোন প্রতিকার না পেয়ে।

এরই প্রেক্ষিতে গত  ১৫মে ফুলবাড়ী বাজারের ব্যাবসায়ীরা বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ জানালে।

অভিযোগের প্রেক্ষিতে  সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: এনামুল হক ৮জুন  শুক্রবার বিকেল ৪টায়  ফুলবাড়ী বাজার সড়কের হেরা ট্রেডার্স নামক দোকানে (ঢাকা মেট্রো-ট-১৮০৩-৪৬) মালামাল নামানোর সময় ঐ ট্রাক ড্রাইভার মো: রেজাউল করিম ভুট্টু কে স্থানীয় সরকার আইন ২০০৯ পৌরসভা আইনের ১০৯ধারায় ১হাজার টাকা ও মক্কা ট্রার্সপোট এজেন্সির একটি গাড়ীকে ১হাজার টাকা জরিমানা আদায় করেন।

এব্যাপারে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: এনামুল হক জানান এধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 2572330995150595534

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item