ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা

আব্দুল আওয়াল ঠাকুরগাঁও  প্রতিনিধি: 
অংশগ্রহন করবো, নিজের চাহিদা নিজেরাই বলবো” -শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৭ মে) বিকেলে সালন্দর ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাজেট সভাটি অনুষ্ঠিত হয়।
সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম মুকুলের সভাপতিত্ব অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. এ কে এম আজাদুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, ডিস্ট্রিক ফ্যাসিলেটর কামরুল হাসান প্রমুখ।
ইউনিয়ন পরিষদের সচিব আনোয়ারুল ইসলাম উন্মুক্ত বাজেট সভায় আগামী অর্থ বছরের বাজেট ঘোষণা করেন।বাজেটে মোট আয় ধরা হয় ৯৫ লক্ষ ২২ হাজার ৫০০ টাকা এবং ব্যয় ধরা হয় ৯২ লক্ষ ১৫ হাজার টাকা। সে হিসেবে আগামী অর্থ বছরে উদ্বৃত্ত থাকবে ৩ লক্ষ সাত হাজার পাঁচশত টাকা।
উল্লেখ্য, উন্মুক্ত বাজেট সভায় ইউপি চেয়ারম্যান মুকুল বাজেট আলোচনার পাশাপাশি দেশের বর্তমান মাদক যুদ্ধে ইউনিয়নের সকল বাসিন্দাদের নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহ্বান জানালে উপস্থিত সকলে হাত তুলে সমর্থন জানান।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 4641361827972463916

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item