ঠাকুরগাঁওয়ে আক্চা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

আব্দুল আওয়াল ঠাকুরগাঁও  প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার আক্চা ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে আক্চা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের সর্বস্তরের জনগণের মতামতের ভিত্তিতে সংযোজন, বিয়োজন, সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন করে চূড়ান্ত বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব নাসিমা আক্তার। ২০১৮-২০১৯ অর্থ বছরে আক্চা ইউনিয়ন পরিষদে রাজস্ব খাত সহ বিভিন্ন খাতে বাজেট ঘোষণা করা হয় ১ কোটি ২ লক্ষ ১৭ হাজার ৬শ টাকা। 

উন্মুক্ত বাজেট অধিবেশনে আক্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) ড. একেএম আজাদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ডিস্ট্রিক ফ্যাসিলেটর কামরুল হাসান, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ। 

উন্মুক্ত বাজেট অধিবেশন শেষে আক্চা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শ্রেষ্ঠ করদাতা, শ্রেষ্ঠ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 5220611136212965749

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item