মিঠাপুকুরে পায়রাবন্দ এনজিও PAMUS পরিচালিত বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এর সাফল্য

হাজী মারুফ  ।

 যে নারীটির কথা না বললেই না  রংপুরের মহিয়ষী নারী বেগম রোকেয়ার জন্মস্থানে নারী নির্যাতনের সংগ্রামী ও মিঠাপুকুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা মিঠাপুকুর এর নাসরীন দিলারা আফরোজ পল্লবী নিজ উদ্যেগে ১ সেপ্টেম্বর,১৯৯৬ (চঅগটঝ) পায়রাবন্দ আদর্শ মহিলা উন্নয়ন সমিতি এনজিও চালু করেন । ২০১০ সালে তিনি নিজের ১৫ শতক জায়গায় তৈরী করেন পায়রাবন্দ এনজিও (চঅগটঝ) পরিচালিত বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় যদিও প্রতিষ্ঠানটি ২৫ শতক জায়গার উপরে । ৩০৭ জন প্রতিবন্ধী শিশুকে ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান,শারিরীক(স্বাস্থ্য) পরিচর্যার বিষয়ে এবং নৃত্য ও সংগীত বিষয়ে প্রশিক্ষণ  দেয়া হচ্ছে এবং ইতোমধ্যে  প্রাথমিক সমাপণী পরীক্ষায় অংশগ্রহণ করে সকল ৫ম শ্রেণীর ছাত্র -ছাত্রী ভাল ফলাফল নিয়ে উত্তীর্ণ হয়েছে। নাসরীন দিলারা আফরোজ পল্লবী এর  বিশেষ উদ্যোগে বাংলাদেশের স্থপতি স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবন ইতিহাস ৭১ স্বাধীনতা যুদ্ধ কিভাবে হয়েছিল সে বিষয়ে আলোকপাত করান হয় প্রতি সপ্তাহে একবার হলেও । গর্ভবতী দূ:স্থ মহিলা ১০০০ জন বিভিন্ন সেবা দান সহ সমাজে নানান সামাজিক কাজে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় । এদিকে প্রশিক্ষিত প্রতিবন্ধী শিশুরা বিভিন্ন জাতীয় প্রোগামে সংগীত ও নৃত্যে অংশ গ্রহন করতে সক্ষম হয়েছে। দরিদ্র পরিবারে মা ও শিশুর স্বাস্থ্য সেবাদান এবং প্রজনন স্বাস্থ্য  সেবা প্রদান করা হচ্ছে।কিশাের-কিশােরীদের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ এবং সচেতনতাবৃদ্ধিমূলক কর্মশালা পরিচালিত হচ্ছে।তাদেরকে নিয়ে নিয়মিত মিটিং করা হচ্ছে।। ৫০ জন শিক্ষক কর্মচারী মিলে তারা এই প্রতিবন্ধী স্কুলটি পরিচালনা করছে স্বেচ্ছাসেবী হিসেবে নিজেদের উদ্যগে ।ডিজিটাল বাংলার রুপকার রংপুরের পুত্রবধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের  জন্য  অনেক সুযোগ তৈরি করে দিয়েছেন ।সরকারিভাবে প্রতিষ্ঠানটি জাতীয়করন করলে ও সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটি রংপুর বিভাগে ব্যাপক উন্নয়ের মাধ্যমে সমাজকে একটি ভাল পর্যায়ে নিয়ে যাবে ।প্রতিবছর ০৩ ডিসেন্বর  আন্তরজাতিক  প্রতিবন্ধী দিবস যর্থাযোগ্য মর্দাদায় পালন করে প্রতিষ্ঠানটি । ‘সফল প্রতিবন্ধী ব্যক্তি’ ও প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে সাফল্য পাচ্ছে প্রতিষ্ঠানটি ।    প্রতিবন্ধী শিশুদের হিয়ারিং টেস্ট করে হিয়ারিং এইড দেওয়া হয়। খেলাধুলায় পর পুস্কুকার বিতরন করা হয় । প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও স্কুলের প্রধান শিক্ষক পল্লবী তিনি প্রতিবন্ধীদের জন্য অনেক সুযোগ তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ।অনেক প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। তারা স্কুলে যেতে পারছে। গরিব হলেও তারা অনেক সুযোগ পাচ্ছে। তিনি আরো বলেন ‘শিশুদের আমাদের বাস্তবভিওিক  শিক্ষা দিতে হবে। বিষয়টা এখন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। তাদেরকে  সমাজে উন্নয়নের মুল¯্রােতধারায় মেশাতে হবে ।অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে এ পর্যন্ত করে আসতে পেরেছি । সমাজকল্যাণ মন্ত্রনালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা পরিদর্শন করেন । মিঠাপুকুরের মাননীয় এমপি জনপ্রশাসন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কোষাধ্যক্ষ জনাব এইচ এন,আশিকুর রহমান প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন ।

পুরোনো সংবাদ

রংপুর 3798429686090270526

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item