নীলফামারীর কিশোরগঞ্জ বালিকা বিদ্যালয়কে সরকারী ঘোষনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি

মোঃ শামীম হোসেন বাবু ,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুরোনো ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কিশোরীগঞ্জ বালিকা উচ্চ  বিদ্যালয়কে সরকারীকরন ঘোষনা করায়  প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে কিশোরীগঞ্জ সরকারী বালিকা বিদ্যালয়ের আয়োজনে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে,  এসময় আনন্দ শোভাযাত্রা ও আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন, নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য শওকত আলী চৈৗধুরী কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা  কিশোরীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুজাউদ্দৌলা লিপটন, কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুল ইসলাম, ও কিশোরীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয়ের ৭ শতাধিক ছাত্রী। এদিকে আনন্দ র‌্যালি শেষে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন, সাংগাঠনিক সম্পাদক ও বাহাগিলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু, সহ সাংগাঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সাজু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবুল, ছাত্রলীগ সভাপতি আব্দুল হালিম প্রমুখ।
উল্লেখ্য যে গত ৭ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে দেশের ১২ টি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারী ঘোষনা করে গেজেট প্রকাশ করা হয়। তাঁর মধ্যে নীলফামারীর কিশোরগঞ্জ বালিকা বিদ্যালয় রয়েছে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6869690911046335992

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item